আমাজন এফিলিয়েট মার্কেটিং- কি-ওয়ার্ড রিসার্চ ও প্রডাক্ট নির্বাচন

আমাজন এফিলিয়েট মার্কেটিং- কি-ওয়ার্ড রিসার্চ ও প্রডাক্ট নির্বাচন:

এফিলিয়েট মার্কেটিং  নিয়ে প্রথম দিকে সামান্য আলোচনা করছিলাম। যারা এখনো এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ভাল জানেনা তারা আমার অন্য আর্টিকেল বা গুগলে সার্চ করলে অনেক ভাল ভাল আর্টিকেল পাবেন  যা থেকে সুন্দরভাবে এফিলিয়েট সম্পর্কে জানতে পারেন। 

তারপর ও এক কথায় যদি বলি  তা হলো এফিলিয়েট মার্কেটিং বলতে আমরা সহজ ভাবে বলতে পারি যে অন্য যে কোন কোম্পানীর যে কোন পন্য আপনি মার্কেটিং করে বিক্রি করে দিবেন আর এর নামই হলো এফিলিয়েট মার্কেটিং 


এফিলিয়েট মার্কেটিং করতে প্রডক্ট নির্বাচন খুবই গুরত্বপুর্ন একটি বিষয় : পন্য নির্বচনের সময় আপনার যে বিষয় গুলো  নজর রাখতে হবে তা হলো 

* মেইন নিশ বা কিওয়ার্ড এর সাথে মিল রেখে  প্রডাক্ট নির্বাচন করুন
* নিশ এর জন্য পন্য  সিলেক্ট  করুন ।
* পন্যের রিভিউ এবং চাহিদার দিকে খেয়াল রাখুন ।
* বিক্রির উপর আপনি কত কমিশন পাবেন সেদিকেও নজর দিতে হবে  ৫০+ ডলার দাম হলে ভাল হবে তবে আবার ২০০ ডলারের বেশি দামের পন্য সিলেক্টশন প্রথম দিকে না করাই ভাল । কারন অনলাইন থেকে বেশি দামের পন্য খুব কমই কিনে। 

কিওয়ার্ড যেভাবে নির্বাচন করবেন :
Prouct Name/Keyword+ Review
Product Name/Keyword+Reviews
Best+Product Name/Keyword
Cheap+Product Name/Keyword

এ ক্ষেত্রে যে ক্যাটাগরির প্রডাক্ট নিয়া কাজ করতে চান  তার সাথে মিল রেখে কিওয়ার্ড নির্বাচন করবেন তাহলে আপনার সাইটে যে ট্রাফিক আসবে তা টার্গেট ট্রাফিক হবে। 

আপনি যে পন্য নিয়ে কাজ করবেন তার আনুসঙ্গিক কিছু পন্য রাখবেন যেমন যদি আপনি টিভি নিয়া কাজ করেন তাহলে টিভির সাথে রিলেটেড কিছু পন্য ও রাখবেন । 

আর কিওয়ার্ড রিসার্চ করার সময় শর্ট কিওয়ার্ড এর সাথে বেশ কিছু লংকিওয়ার্ড নির্বাচন করবেন। কিওয়ার্ড নির্বাচন করতে গিয়ে আপনাকে আপনার প্রতিযোগি সম্পর্কে ও জানতে হবে। যে কিওয়ার্ড নির্বাচন করলেন তার সাথে আপনার প্রতি যোগী কেমন আছে । এবং তাদের সাথে লড়াই করে আপনি উপরে উঠতে পারবেন কিনা। এ জন্য মার্কেট যাচাই বাচাই করতে হব। একদিনেই কিওয়ার্ড ফাইনাল না করা ভাল । আগে ভাল করে যাচাই করে ফাইনাল করলে খুব সহজে র‌্যাংক করতে পারনেব। 
কিভাবে বুঝবেন যে কোন পন্য মানুষ বেশি সার্চ করে ।   আসলে কোন পন্য কিনতে গেলে ক্রেতা কি লিখে সার্চ করতে পারে তা আপনার ভাবতে হবে।  যেমন :   Free Domain Hosting

Best Product 
Top Rated Product 
Cheap Product
Quality Product
Product Review
How can buy Product

 এভাবেই মানুষ সাধারনত সার্চ করে থাকে ।  এ গুলোর নাম  বায়িং কিওয়ার্ড  আর এধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করাই বেশি যক্তি যুক্ত বলে আমি মনে করি। আজ এ পর্যন্তই  যদি সামান্য উপকার হয় আপনার তাহলে নিজেকে ধন্য মনে করব। পরের লেখায় একটি নিশ সসাইট কিভাবে সহজে বানাতে পারেন এবং কিভাবে ফ্রি ট্রাফিক আনতে পারেন তা ধারাবাহিক ভাবে আলোচনা করব ইনশাআল্লাহ 

No comments

Theme images by chuwy. Powered by Blogger.