Online হতে টাকা আয় করার 5 টি সহজ টিপস
Online হতে টাকা আয় করার 5 টি সহজ টিপস
আপনি আপনার মূলবান সময়টুকু ব্যয় করছেন ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন রকম সামাজিক যোগাযোগের সাইটে। এছাড়াও অনেকে সারাদিন গেইমস খেলে সময় নষ্ট করে । আবার কেউ কেউ সারাদিন অনলাইন থেকে ইনকাম করার চেষ্টা করেই যাচ্ছে। কিন্তু কোন ভাবেই ইনকাম করতে পারছেনা। আজ একদম সহজ ভাবে ইনকাম করার কয়েকটি পদ্ধতি আলোচনা করব । যদি সঠিক ভাবে এর ব্যবহার করতে পারেন নিশ্চই ইনকাম করতে পারবেন আশা করছি।
আপনার মূ্ল্যবান সময়ের সামান্য সময় ব্যয় করে যদি কিছু টাকা পয়সা ইনকাম করে নিজের প্রয়োজন মিটাতে পারেন, তাহলে অন্যের কাছ থেকে ধার কর্জ করে চলার চেয়ে খারাপ কি? ইন্টারনেট জগৎটা Facebook, social media and gaming এর মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার সামান্য ইচ্ছা শক্তির বলে আপনি ইন্টারনেট হতে কিছু টাকা উপাজর্ন করতে পারেন। তাহলে আসুন আমরা আয় করার পদ্ধতি নিয়া আলোচনা করি।
কেন টাকার প্রয়োজনঃ
বর্তমান বাজারে টাকার প্রয়োজন নেই এমন কেউ আছে বলে আমার জানা নেই। অনেকের সামান্য ইনকাম দিয়ে সংসার, পড়াশুনা এবং পকেট খরচ ম্যানেজ করতে কষ্ট হয়। তাই আমি সহজ কিছু পদ্ধতি বলে দিব যা দিয়া আপনি আপনার অতিরিক্ত খরচ মেটাতে পারবেন।
০১। ব্লগিং করে :
আপনি
গুগল ব্লগারে কিংবা ওয়ার্ডপ্রেসে বিনা মূল্যে একটি ব্লগ তৈরী করে নিতে
পারেন। যদি ব্লগিং কি বা কিভাবে ব্লগ তৈরী করবেন না জানেন তবে ইউটিউব সার্চ দিয়ে দেখে নিবেন । অনেক টিউটোরিয়াল পাবেন। আপনার যে বিষয়ে পরিপূর্ণ
জ্ঞান আছে, আপনি সে বিষয় নিয়ে লিখে যান। এ ক্ষেত্রে হয়তো আপনি প্রথম ৩-৪
মাস একটু কষ্ট করতে হবে। তাই বলে আপনি নিরাশ হয়ে থেমে থাকবেন না। আপনি
প্রতিদিন নিত্য নতুন আর্টিকেল লিখতে থাকেন। আপনার বিষয়টি যদি ইউনিক এবং
জ্ঞানগর্ভপূর্ণ হয় তাহলে ভিজিটর অবশ্যই আপনার ব্লগে আসবে। এ ক্ষেত্রে সফলতা
পেতে আপনাকে বেশী দিন অপেক্ষা করতে হবে না। ব্লগ থেকে কয়েকভাবে ইনকাম করতে পারেন। প্রথমত আপনি যে আর্টিকেল লিখবেন তার মাঝে মাঝে কিছু লিংক শর্ট করে দিবেন এবং তাতে ভিজিটর ক্লিক করলে কিছু ইনকাম হবে। আবার ভিজিটর ভালো হলে গুগল এডসেন্স দিয়েও ইনকাম করতে পারেন। এছাড়াও ভিজিটর যখন বৃদ্ধি পাবে তখন এফিলিয়েট সাইটেও কাজ করতে পারেন। বিস্তারিত এখানে
০২। শর্ট লিংকার থেকে টাকা উপার্জনঃ
কিছু কিছু সাইট আছে যে সাইট থেকে কোন লিংক শর্ট করে মার্কেটিং করেন তখন কিছু ভিজিটর আপনার ঐ লিংকে ক্লিক করলে কিছু ইনকাম হবে। আর এই মার্কেটিং করবেন ব্লগ সাইটে ফ্রি আর্টিকেল লিখে তাতে লিংখ শেয়ার করে । এধরনের সব চেয়ে সুন্দর দুইটি সাইট দিলাম। ক্লিক করে একাউন্ট করে নিতে পারেন। একাউন্ট করতে এখানে ক্লিক করুন। এরকম আরো একটি সাইট
এডফ্লেই : ক্লিক করুন
এডফ্লেই : ক্লিক করুন
০৩। YouTube থেকে টাকা উপার্জনঃ
ইউটিউব থেকে ইনকাম করা যায় । তবে বর্তমানে ইউটিউব এর নিয়ম খুবই কঠিন করে ফেলেছে । ভিডিও তৈরী করার ভালো জ্ঞান না থাকলে এখানে সাকসেস হওয়া একটু কঠিন। তাই ভিডিও বানানোর জন্য কিছু ট্রেনিং করে মোটামুটি ভালো জ্ঞান অর্জন করে তার পর যদি এই মার্কেটে আসেন তবে আশা করি ভালো করতে পারেন। My Channel
০৪। গুগল এডসেন্স থেকে টাকা উপার্জনঃ
Adsense হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনের (Advertisement) Program. এটি গুগল কর্তৃপক্ষ সয়ং নিজে পরিচালনা করছে। আপনি যদি আপনার ব্লগটিকে ভাল মানের Platform এ নিয়ে যেতে পারেন এবং আপনার ব্লগে প্রচুর পরিমানে ভিজিটর থাকে তাহলে Adsense থেকে আপনি হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন। এ পদ্ধতীতে আপনার ব্লগে Adsense এর বিজ্ঞাপন ব্যবহার করে ক্লিক প্রতি ডলার আয় করতে পারবেন।আপনার ব্লগে যদি ভালো কিছু কন্টেন্ট লিখতে পারেন তাহলে গুগল এডসেন্স থেকে বেশ ভালো ইনকাম করতে পারবেন।
০৫। AMAZON এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেঃ
আপনারা হয়তো জানেন যে, ইন্টারনেট এর মাধ্যমে পন্য কেনা কাটার জন্য জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে Amazon. এই সাইটটির সুন্দর একটি সিস্টেম হলো এফিলিয়েট মার্কেটিং সিস্টেম। যদি এফিলিয়েট না বুঝেন ্আমার এই ব্লগে এ বিষয় কিছু লিখা আছে তা পড়ে আসতে পারেন। এখানে একটি একাউন্ট করে নিজের একটি সাইট , ফেইজবুক পেইজ, ইউটিউব ব্যবাহার করে মার্কেটিং করতে পারেন। আপনার মাধ্যমে যদি কোন ক্রেতা এমাজন থেকে পন্য কিনে তবে তা থেকে আপনি কিছু কমিশন পাবেন। বর্তমানে অনেকেই এই পদ্ধতিতে কাজ করছে এবং খুব ভালো করছে।
আপনিও চেষ্টা করতে পারেন। নিজের একটি ওয়েব সাইট হলে ভালো হয় । সামান্য টাকা খরচ করে একটি সাইট আপনি বানিয়ে নিতে পারেন। আপনি চাইলে আমিও আপনাকে সাইট বানাতে সাহায্য করতে পারি। পেইজা একাউন্ট করতে এখানে ক্লিক করুন
আরো একটি পদ্ধতি আপনাদের বলি এটি দ্বারা আমি নিজেও ইনকাম করেছি বা করি । একজন সাধারন লোক ও এটি ব্যবহার করে ইনকাম করতে পার। আর সেটি হলো অন্যরকম একটি এফিলিয়েট সিস্টেম। এর মার্কেটিং সিস্টেম হলো আপনি প্রথমে একাউন্ট করে আপনার এফিলিয়েট লিংকটি সোসাইল মিডিয়া, ব্লগ এবং ইউটিউবের মাধ্যমে মার্কেটিং করতে পারেন। প্রতি 25 ইউনিক ভিজিটর এর দ্বার আপনি 1 ডলার পাবেন। একাউন্ট করতে এখানে ক্লিক করুন।
No comments